শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে ———– মাহমুদ উস সামাদ এমপি

10

সিলেট-৩ আসনের এমপি, বাণিজ্য ও ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, শিক্ষকরা সমাজের পথ প্রদর্শক। শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীরা আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠে। সিলেট-৩ নির্বাচনী এলাকায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় শিক্ষার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ফলে এই এলাকায় শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি আবকাঠামোগত উন্নয়নও হয়েছে। ফলে দক্ষিণ সুরমার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা দূর করার পাশাপাশি শ্রেণিকক্ষের সমস্যাও দূর করতে পেরেছি। সরকারে সুযোগ সুবিধা কাজে লাগিয়ে শিক্ষকদেরকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।
তিনি গত ২৮ এপ্রিল শনিবার দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির প্রাথমিক শিক্ষকদের প্রতি আন্তরিকতার জন্য তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান ও শিক্ষক আলাউদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সাইফুল আলম, জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মইনুল ইসলাম, মোগলাবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি নাসির উদ্দিন, শিক্ষক বিদ্যুৎ দাস, মনিরা বেগম, সুমন চন্দ্র, হেলাল উদ্দিন, সুয়েবুর রহমান, নূরুজ্জামান, কয়েছ আহমদ, ফয়জুর রহমান, শাহ ফারুক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের নেতা শাহ ছমির উদ্দিন, শাহ তাহসিন আহমদ দিপু, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল হক, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আলী, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি