ছাতকে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন আহত

30

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের মহিলাসহ ৪ ব্যক্তি আহত হয়েছে। ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের আন্ধারীগাঁও গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নিজাম উদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, আন্ধারীগাঁও গ্রামের নিজাম উদ্দিনের সাথে একই গ্রামের জাবেদ মিয়ার ভূমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোন সমাধান হয়নি। শনিবার প্রতিপক্ষের লোকজন নিজাম উদ্দিনের ভূমির উপর জোরপূর্বক রাস্তা নির্মাণ করতে চাইলে নিজাম উদ্দিন এতে বাধা প্রদান করলে কথা কাটা-কাটি ও হাতা-হাতির ঘটনা ঘটে। পরে প্রতিপক্ষের লোকজন নিজাম উদ্দিন পক্ষের লোকজনের উপর হামলা চালায়। এসময় নিজাম উদ্দিন (৪২), ছালেহা বেগম (৫০), রওনক জাহান (২৩) আহত হয়। আহতদের ছাতক হামপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত নিজাম উদ্দিনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে রবিবার সকালে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নিজাম উদ্দিনের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রবিবার দুপুরে ছাতক থানার এসআই শামীম আকঞ্জী ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে রবিবার সকালে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ছাতক হাসপাতালে গিয়ে আহতদের দেখতে যান। এসময় তিনি তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন বলে জানা গেছে।