জগন্নাথপুরে বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী সামাদ আজাদের মৃত্যু বার্ষিকী পালন

19

মো শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা, কেন্দ্রীয় আ’লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, এশিয়া মহাদেশের সাবেক সফল কূটনীতিবিদ ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভূরাখালি গ্রামের বাসিন্দা আলহাজ¦ আবদুস সামাদ আজাদের ১৪তম মৃত্যুবার্ষিকী যথাযত মর্যাদায় পালন করা হয়েছে। ২৭ এপ্রিল শনিবার জাতীয় নেতা সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী উদযান উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রথমে সামাদ আজাদের রূহের মাগফেরাত কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া ও বিভিন্ন মন্দিরে প্রার্থনা করা হয়। পরে জগন্নাথপুর উপজেলা আ’লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ’লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বক্তব্য রাখেন শিকদার মেডিকেলের পরিচালক ডাঃ মুজিবুর রহমান, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সহ-সভাপতি পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, সহ-সভাপতি আবদুল মালিক, আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, জগন্নাথপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দিপক কান্তি দে দিপাল, পাটলি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, পাইলগাঁও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হাজী আবদুল তাহিদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোতাহির আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ প্রমূখ। এছাড়া পৃথকভাবে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে প্রয়াত জাতীয় নেতা সামাদ আজাদের রূহের মাগফেরাত কামনা করেছেন প্রেসক্লাবের পক্ষে প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায় ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া।