দ্রব্যমূল্য

29

মো: ছিদ্দিকুর রহমান

বাংলাদেশের দ্রব্যমূল্য
নিত্যদিনে বাড়ে,
নুন পান্তা আনতে এখন
মাথার ঘাম ঝরে।

মাস ছয়েক নাহি যেতে
বাড়ে গ্যাসের দাম,
মধ্যবিত্ত পরিবারের ঝরে
মাথা থেকে ঘাম।

চাকরি বাকরি আছে যার
চিন্তা তাদের নাই,
মধ্যবিত্ত গরীব দুখী যারা
তারা বড় অসহায়।

কাটি কাটি টাকা যাদের
আছে বস্তা ভরা,
তারা কি আর বুঝতে পারে
চৈত্র মাসের খরা।

দিন আনিয়া দিন খায়
এমন আছে যারা,
সাধ্যমত ক্রয় করিতে
পারেনা যে তারা।

চাল ডাল তেলে আগুন
দামে আগুন তরকারি,
দাম কমেনা গরীব দুখীর
যাহা লাগে দরকারি।