মহারজনী

29

জিল্লুর রহমান পাটোয়ারী

দুই হাত তুলে দোয়া চাহি,
দয়াল খোদার দরবারে –
মাপ চেয়ে নেবো আমারি পাপ,
ক্ষমিও প্রভু আমারে।
মহারজনীতে তোমাকেই ডাকি,
তুমি বড় দয়াময় –
পাপের বোঝা মাথায় নিয়ে ডাকি,
আমি যে অসহায়।
তুমি ছাড়া নাই যে মাবুদ,
হাশর মিজান কালে –
পাপের বোঝা করেছি ভারী
পড়েছি পাপের জালে।
মহারজনীতে মাপ কর প্রভু,
আমার পাপের বোঝা –
সঠিক পথে চলতে দিও প্রভু,
দেখাও পথ সোজা।