ঝড়ের দিনে

16

মিনহাজ উদ্দীন শরীফ

আমার গ্রামে ঝড় বাদলে
উড়ায় টিনের চাল;
দমকা হাওয়া উড়িয়ে দেয়
মাঝির তরীর পাল।

সুরু রাস্তায় হাঁটা চলা
বৃষ্টি হলে কাঁদা;
চলতে ফিরতে সব মানুষের
লাগে বাঁধা বাঁধা।

পৌষের শুরুতে কাজ করে
ফলায় জমিতে ধান;
চোখের সামনে ঝড়িয়ে দেয়
কালবৈশাখীর ঐ বান।

অতল জলে তলিয়ে যায়
এভাবেই হয় নষ্ট;
গ্রষ্টা ছাড়া কেউ বুঝে না
গরীব দুঃখীর কষ্ট।

বিত্তশালী মানুষ যারা
তাদের নেইতো ভয়;
পেটের অন্ন; বস্ত্র, আশ্রয়
গরীবদের হয় ক্ষয়।