সেবার মন মানসিকতা নিয়ে সেবা প্রদান করতে হবে – মাহমুদ উস সামাদ এমপি

21

সিলেট-৩ আসনের এমপি, বাণিজ্য ও ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, স্বাস্থ্য সেবা বর্তমান সরকার প্রভুত উন্নয়ন সাধন করেছে। যা বিশ^দরবারে আজ স্বীকৃত। বিশেষ করে কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ সহজেই স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারছে। যা স্বাস্থ্য সেবায় বিশে^র কাছে রোলমডেল হিসেবে পরিচিত লাভ করেছে। উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হচ্ছে। পর্যাপ্ত চিকিৎসক সহ জনবল নিয়োগ দেয়া হচ্ছে। সরকারের এই মহতী উদ্যোগে শিশু ও মাতৃ মৃত্যুর হার কমার পাশাপাশি মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। তিনি সেবাগ্রহীতাদের ন্যূনতম অসম্মান না করে সেবার মনমানসিকতা নিয়ে তাদেরকে সেবা প্রদান করার আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গত ২০ এপ্রিল শনিবার দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ দিবসের সমাপনী অনুষ্ঠান উপজেলা কমপ্লেক্স আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ডাঃ সাইদ এনামের সভাপতিত্বে আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল আলম, জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মইনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের নেতা শাহ ছমির উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন- স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ মাহবুবুল আলম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডাঃ শওকত আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মুসিক, নুরুল ইসলাম, আসিক আলী, এডভোকেট শামীম আহমদ, সেলিম আহমদ মেম্বার, কামাল আহমদ চৌধুরী মেম্বার, মনসুর আহমদ, দুলাল আহমদ, স্বাস্থ্য পরিদর্শক সায়েকুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি