দেশকে দারিদ্র্যমুক্ত করতে হলো অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে – নিবাস রঞ্জন দাশ

8
সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড মাস মিডিয়া (সিফডিয়া)’র উদ্যোগে দুস্থ মানুষের মধ্যে ভ্যান গাড়ী প্রদান করছেন জেলা সমাজসেবা কার্যালয়, সিলেট এর উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ।

জেলা সমাজসেবা কার্যালয়, সিলেট এর উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ বলেছেন, সমাজের দারিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ এখন অনেক উন্নত একটি দেশ। দেশকে দারিদ্র্যমুক্ত দেশ করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অসহায় মানুষকে স্বাবলম্বী করলে বিশ্বের দরবারে দেশ সমৃদ্ধির স্থানে পৌঁছাবে। দেশকে এগিয়ে নিতে হলে সম্মিলিতভাবে সমাজ, দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে।
‘কাজ করি স্বাবলম্বী হই’ প্রকল্পের আওতায় সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড মাস মিডিয়া (সিফডিয়া)’র উদ্যোগে গত রবিবার তালতলাস্থ দুস্থ মানুষের মধ্যে চটপটি ভ্যানগাড়ী প্রদান কালে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
সিফডিয়ার নির্বাহী পরিচালক রোটারিয়ান আবদুল মুহিত দিদারের পরিচালনায় দক্ষিণ সুরমা লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, সিফডিয়া-এর চেয়ারম্যান অধ্যাপক শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে ভ্যানগাড়ি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিফডিয়ার জয়েন্ট সেক্রেটারী এডভোকেট জুনেদ আহমদ, কার্যকরী পরিষদের সদস্য, সিলেট এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার তাসলিমা খানম বীথি, স্টাফ রিপোর্টার মো. আব্দুল বাছিত, আর্টসাইন প্রা. লিমিটেডের ক্লাইন্ট সার্ভিস এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম, দৈনিক সবুজ সিলেটের স্টাফ ফটো সাংবাদিক ফারহান আহমদ চৌধুরী, সিফডিয়ার কর্মী মো. আকবর হাসান মোজাহিদ প্রমুখ। বিজ্ঞপ্তি