পথশিশু

29

আনোয়ার আল ফারুক

থাকবে কেনো এই শিশুরা
পথের ধারে পড়ে,
ভিজবে কেনো গহীণ রাতে
কালবৈশাখি ঝড়ে?
নেই কেনো নেই এই সমাজে
তাদের অধিকার?

আমরা যারা দালানকোটায়
থাকছি মহাসুখে,
মন’টা কী আর কাঁদছে কভু
এই শিশুদের দুখে?
আমরা কেনো নিই না তুলে
এই শিশুদের ভার?

সমাজ কেবল দিচ্ছে তাদের
ভুলের পথে ঠেলে,
পথশিশু নয় ফুলের কলি
ফুটবে সুযোগ পেলে,
নাও টেনে নাও বুকের মাঝে
রহম ডানা মেলে।

গড়তে জীবন পড়বে তারা
পাঠশালার ওই পাঠে,
সবার সাথে খুশি মনে
খেলবে তারা মাঠে,
জয়ের মালা পরবে শেষে
থাকবে না’যে হার।