কালবৈশাখীর তাণ্ডব

37

দিপংকর দাশ

প্রবল বেগে বইছে বাতাস
উড়ছে ঘরের চাল,
পথ হারিয়ে দৌড়ছে মানুষ
পড়ছে ভেঙ্গে ডাল।

কালবৈশাখী দিলো হানা
উধাও দুখীর ঘর,
কি ভয়ানক! আকাশ কালো
মনে লাগে ডর।

উড়ছে ধূলো আঁধার সবি
পড়ছে গাছের আম,
পাখির বাসা ঝুলছে ভেঙ্গে
হায়রে! বিধিবাম।

চাষীর মাথায় পড়লো যেন
হঠাৎ বজ্রপাত,
ফসল ক্ষেতে ধানের ছড়া
শিলায় কুপোকাত।

কালবৈশাখীর তান্ডব লীলা
ক্ষতি করে বেশ,
বৈশাখ মাসটা চলে গেলেও
থেকে যায় এর রেশ।