স্বাস্থ্য সুরক্ষার সচেতন হয়ে আলোকিত সুস্থ জাতি হিসেবে গড়ে উঠতে হবে – ডা: হিমাংশু লাল রায়

5
স্বাস্থ্য সেবা সপ্তাহ তৃতীয় দিনে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ছাত্রদের মধ্যে সচেতনতা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়।

সারা দেশের ন্যায় সিলেটে স্বাস্থ্য সেবা সপ্তাহ তৃতীয় দিনে গতকাল বৃহস্পতিবার সকালে ‘স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট সিভিল সার্জন এর কার্যালয়ের উদ্যোগে নগরীর কালিঘাটস্থ সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে স্কুল হেলথ প্রোগ্রাম পরিদর্শন এবং ছাত্রদের মধ্যে সচেতনতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। স্কুলের হল রুমে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে কার্য্যক্রম শুরু হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক সিলেটের সিভিল সার্জন ডা.হিমাংশু লাল রায় বলেন, স্বাস্থ্য এবং পুষ্টি আমাদের অধিকার। সরকার দেশের জনগনকে স্বাস্থ্যের অধিকারকে যথাযথ মূল্যায়ন দিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। তাই আমাদেরকে স্বাস্থ্যের সকল বিধি বিধান মেনে স্বাস্থ্য সুরক্ষার অধিকাররী হওয়ার সাথে সাথে পরিবার প্রতিবেশীদের মধ্যে পরিস্কার পরিচ্ছনতা ও সচেতনতা সৃষ্টি করতে হবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার সচেতন হয়ে আলোকিত সুস্থ জাতি হিসেবে গড়ে উঠা সম্ভব।
স্কুলের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. কবির খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার, সিলেট সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বনিক। স্কুলের শিক্ষার্থী আনজুম কবির আদিবের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ও সত্যব্রত গোস্বামীর গীতা পাঠের মধ্যে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুল হেলথ ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সোহেল। বিজ্ঞপ্তি