শাল্লা উপজেলা চেয়ারম্যান পদে আল আমিন চৌধুরী বিজয়ী

29

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় স্থগিত হওয়া ৩ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতহীন ভাবে একটানা ভোট গ্রহণ চলে। স্থগিত হওয়া তিন কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী ফলাফলে আব্দুল্লাহ আল আমিন চৌধুরী ২৬ হাজার ৬শ ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অবনী মোহন দাস পেয়েছেন ১৯ হাজার ৪শ ৯৫ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে দিপু রঞ্জন দাস টিউবওয়েল প্রতীকে ১০ হাজার ৪শ ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতিকে পঙ্কজ কুমার চৌধুরী পেয়েছেন ৭হাজার ২শ ৭৬ ভোট।
মহিলা ভাইস ভাইস চেয়ারম্যান পদে অমিতা রাণী দাস প্রজাপতি প্রতিকে ১৫ হাজার ৯শ ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলি বেগম ফুটবল প্রতিকে ৮ হাজার ৯শ ৩৭ ভোট পেয়ে পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম এ ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য জাল ভোট প্রদান সংঘর্ষ সহ বিভিন্ন অনিয়মের কারণে ১০ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে শাল্লা উপজেলায় ৩টি কেন্দ্রে নির্বাচন কমিশনের নির্দেশনায় ভোট স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। এতে শাল্লা উপজেলায় তিন পদের নির্বাচন স্থগিত রাখা হয়।