কৃষকদের মুখে হাসি ফুটলে দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হবে – আশফাক আহমদ

6
সদর উপজেলা পরিষদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, কৃষকদের মুখে হাসি ফুটলে দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হবে। বর্তমান সরকার কৃষি ক্ষেত্রে বিশাল অবদান রাখছে। বিনামূল্যে সার- বীজ প্রদান সহ বিভিন্ন ভাবে কৃষকদেরকে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভর্তুকি দিচ্ছে। তার মূল কারন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশ খাদ্যে স্বয়ংসম্পন্নতা পাবে। যার ফলে আমরা আমাদের খাদ্যের চাহিদা মিটিয়ে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানী করছি।
সিলেট সদর উপজেলা পরিষদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত খরিপ- ১ ২০১৯-২০ মৌসুমে আউশ প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক এর আওতায় ১ হাজার ৮ শত ৩০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
১৭ এপ্রিল বুধবার সকালে উপজেলার হল রুমে উপজেলা নিবার্হী অফিসার সিরাজাম মুনিরার সভাপতিত্বে ও উপজেলা কৃষি উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফজলুল হকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রাকিবুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইউসুফ আলী, উপজেলা উপ সহকারী কর্মকর্তা রুহুল আমিন চৌধুরী। বক্তব্য রাখেন, খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মো. আনছার আলী, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছা. নেছারুন নেছা, উপজেলা উপ- সহকারী কর্মকর্তা মিজানুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, বিপ্রজিৎ কুমার দেব, ফাহমিদা ইয়াসমিন, বিজয়া সরকার, কৃষক মুক্তাদির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি