বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন

23

সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয়েছে। হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ সিলেট’র উদ্যোগে বুধবার দুপুরে সিলেট রোড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশুকল্যাণ কেন্দ্রের সামন থেকে এক র‌্যালি এবং সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আলমগীর আলমের সভাপতিত্বে ও মুহিত মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, রোকেয়া পদকপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। বিশেষ অতিথি ছিলেন, সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে সহযোগী অধ্যাপক ডা. এফ এম এ মোহাম্মদ মুসা চৌধুরী, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালের ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডা. এজাজ উদ্দিন সানি, জালালাবাদ পঙ্গু পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতালের কনসালটেন্ট ফিজিও থেরাপিস্ট ডা. আল মামুনুর রশীদ পিটি, সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামসু, মুজিব জাহান রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের ইনচার্জ ডা. এম বি আবু সালেহ খান, ল্যাব ইনচার্জ মাহতাব উদ্দিন।
বক্তব্য রাখেন, মো: আতিক মিয়া, আঙ্গুর মিয়া, মো: হোসাইন আহমদ, ফায়েজ আহমদ, জুনেদ মিয়া, রাতুল রায়, সিহাব উদ্দিন, বাবুল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি