গ্যাস সংযোগের দাবিতে ঐক্যবদ্ধ হোন —প্রতিরোধ আন্দোলন

11

১৮ এপ্রিল সিলেটসহ সর্বত্র গ্যাস সংযোগের দাবিতে গ্রাহক শুনানি সফল করার লক্ষ্যে ১৬ এপ্রিল দুপুর ১২টায় আদালত পাড়ায় গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেটের উদ্যোগে ব্যাপক গণসংযোগ করা হয়।
গণসংযোগে নেতৃত্ব দেন গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেট এর আহ্বায়ক ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেণ সিংহ, যুগ্ম আহ্বায়ক ও বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, যুগ্ম আহ্বায়ক ও জাসদ জেলা সাধারণ সম্পাদক কে,এ, কিবরিয়া চৌধরী, ন্যাপ সাধারণ সম্পাদকএম,এ মতিন, জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক জুনেদুর রহমানচৌধুরী,সিপিবি সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ শোয়েব, যুব ইউনিয়ন সভাপতি খায়রুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি সঞ্জয় দাশ, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক নাবিল এইচ, ছাত্র ফ্রন্ট মহানগরএর সঞ্জয় শর্মা, ছাত্র ফ্রন্ট সাধারণ সম্পাদক ছাদিয়া নওশিন তাছনিম প্রমুখ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, সিলিন্ডার বব্যবসায়ীদের স্বার্থে যৌক্তিক কারণ ছাড়াই নতুন গ্যাস সংযোগ বন্ধ করে রাখা হয়েছে। গ্যাস সংযোগ বন্ধের গণবিরোধী সিদ্ধান্তের ফলে সিলেট অঞ্চলের এক কোটি মানুষের জনজীবনে দুর্ভোগ -ভোগান্তি চরম আকার ধারণ করেছে। নেতৃবৃন্দ গ্যাস সংযোগের ন্যায্য হিস্যা আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, নেতৃবৃন্দ আগামী ১৮ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গ্যাস সংযোগের দাবিতে গ্রাহক শুনানি সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি