বাণিজ্য মেলা নিয়ে মিথ্যা ও বিভ্রান্তি মূলক সংবাদ প্রকাশ করায় নিন্দা ও প্রতিবাদ

28
বাণিজ্য মেলায় বিভিন্ন বাইডে শিশুদের আনন্দ উল্লাস।

বাণিজ্য মেলা নিয়ে মিথ্যা ও বিভ্রান্তি মূলক সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। ১৩ এপ্রিল শনিবার এক বার্তায় নেতৃবৃন্দ জানান, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ৫ম সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনের পর থেকে মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ি চলছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল সিলেট মেট্রোপলিটন চেম্বারের মান সম্মান ক্ষুন্ন ও মেলার ক্ষতি সাধনের জন্য নানা সময় নানা ধরণের বিভ্রান্তি মূলক সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। এতে করে সিলেট মেট্রোপলিটন চেম্বারের সুনাম ক্ষুন্ন ও বাণিজ্য মেলার ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। যার ফলে চেম্বার কয়েক লক্ষ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন। তাছাড়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার মেয়াদ শেষ হওয়ার পর গত ৭ এপ্রিল মেলার মেয়াদ বর্ধিত করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সিলেট মেট্রোপলিটন চেম্বার আবেদন করেন। যার পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় (স্মারক নং ২৬,০০,০০০০,১০৬,৮৬,০১২,১৭-১৪৭) এর আদেশে মেলার মেয়াদ বর্ধিত করা হয়। আর এই পরিপত্র নির্দিষ্ট সকল বিভাগে প্রেরণ করাও হয়েছে। কিন্তু একটি কু-চক্রি মহল এ বিষয় নিয়েও বিভিন্ন মাধ্যমে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রকাশ করছে। তাই এসকল ভুয়া, মিথ্যা ও বিভ্রান্তি মূলক সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রি। বিজ্ঞপ্তি