তথ্য অধিকার আইনের বাস্তবায়ন হলে দেশে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হবে – জেলা শিক্ষা অফিসার

8

সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আইডিয়া এর “এডভান্সিং উইমেন’স রাইট অব একসেস টু ইনফরমেশন ইন বাংলাদেশ” প্রকল্পের সহায়তায় সদর উপজেলা সম্মেলন কক্ষে তথ্য অধিকার আইন ২০০৯ এবং তথ্যে নারীদের অভিগম্যতা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। কর্মশালাটি সঞ্চালনা করেন জেলা মাধ্যমিক শিক্ষা গবেষণা কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন।
ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার নবনিযুক্ত জেলা শিক্ষা কর্মকর্তা অনীল কৃষ্ণ মজুমদার। অনুষ্ঠানে সভাপত্বি করেন সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানি মজুমদার। প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার বলেন, আমাদের দেশ উন্নতি সাধন করেছে এটা মানতে হবেই। তবে সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে প্রত্যন্ত এলাকার নারীদের এখনও অজ্ঞতা রয়েছে। শিক্ষকরা সমাজের পথ প্রর্দশক তাই এ প্রকল্প নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও তথ্য প্রবাহ নিশ্চিত করতে শিক্ষকদের নিয়ে এ আয়োজন করেছে। তিনি বলেন, তথ্য অধিকার আইনের বাস্তবায়ন হলে দেশে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হবে, তাই পাঠ্যশ্রেণীর বিষয়বস্তু হিসেবে নয় দেশের উন্নয়নে এই আইন কাজ করবে বলে তিনি অবিহিত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিয়া’র প্রকল্প কর্মকর্তা তামান্না আহমদ । উক্ত কার্যক্রমে সেশন পরিচালনা করেন মোহাম্মদ গিয়াস উদ্দিন ও একাডেমিক উপজেলা সুপারভাইজার শিরীন আক্তার। বিজ্ঞপ্তি