গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে সিলেট শিক্ষা অধিদপ্তরের পরিচালক

25

আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
ছাতকের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর হারুন-অর রশীদ। গতকাল শনিবার দুপুরে পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন। এ সময় তিনি বিদ্যালয়ের সব ক’টি শ্রেণী কক্ষ পরিদর্শন ও শিক্ষক-শিক্ষার্থীদের সাথে শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন। শিক্ষার্থীদের কাছে প্রাইভেট পড়া ও কোচিং সংম্পর্কে এ পরিচালক জানতে চাইলে শিক্ষার্থীরা নেতিবাচক উত্তর দেয়। বিদায়কালে প্রফেসর হারুন-অর রশীদ শ্রেণী কক্ষে মনোযোগি হয়ে পাঠ গ্রহণ করার জন্য উপদেশ দেন শিক্ষার্থীদের। কোনভাবেই প্রাইভেট পড়ার প্রতি ঝুঁকে না পড়ার পারামর্শও দেন তিনি। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাপস দাস পুরকায়স্থ, প্রধান শিক্ষক আতাউর রহমান, সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম বকুলসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।