স্বাস্থ্য সেবায় ইবনে সিনা হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে – মেয়র আরিফুল হক চৌধুরী

23
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর ১০ বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

গতকাল ১০ এপ্রিল ’ ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর ১০ বছর পূর্তি উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের সাথে শহরের একটি হোটেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ-এর চেয়ারম্যান (এইচ.এম.সি) মাওলানা হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন সরকারী হাসপাতালের পাশা-পাশি বে-সরকারী হাসপাতাল হিসেবে ইবনে সিনা স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তবে তা সিলেটবাসীর জন্য যথেষ্ট নয়। এক্ষেত্রে প্রয়োজন রোগীদেরকে তার সামর্থ্য অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা। এটি ইবনে সিনা হাসপাতাল কিছুটা হলেও দীর্ঘ ১০ বছরে পূরণ করতে সক্ষম হয়েছে। এ জন্য ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ জানান। পাশা-পাশি সিলেটবাসী ও স্বল্প আয়ের মানুষকে আরো সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইবনে সিনা ট্রাস্টের জি.এম এন্ড হেড অব মার্কেটিং এ.এন.এম তাজুল ইসলাম।
সভায় আরো উপস্থিত ছিলেন- হাসপাতালের পরিচালক আব্দুল কাদির খান, ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস কর্ণেল ডাঃ রুকনুল ইসলাম চৌধুরী (অবঃ), সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী নুর আজিজুর রহমান, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মোঃ শামসুল হক পাটোয়ারী।
কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর- মোঃ আজম খান, রেজওয়ান আহমদ, মোঃ ইলিয়াছুর রহমান, রকিবুল ইসলাম ঝলক, নজরুল ইসলাম মুনিম, আব্দুল মুহিত জাবেদ, এবিএম জিল্লুর রহমান, এস.এম শওকত আমীন তৌহিদ, মোঃ আব্দুর রকিব তুহিন, ছালেহ আহমদ সেলিম, মোস্তাক আহমদ, সোহেল আহমদ রিপন, তাকবির ইসলাম পিন্টু, মোহাম্মদ তৌফিক বকস, সৈয়দ তৌফিকুল হাদী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর কুলসুমা বেগম পপি, মোছাঃ রেবেকা বেগম, শাহানা বেগম শানু, বেগম নাজনীন আকতার কনা, মিসেস রেবেকা আক্তার লাকী ও এডভোকেট রোকসানা বেগম শাহনাজ প্রমুখ। বিজ্ঞপ্তি