অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসা বন্ধে অভিযান অব্যাহত, জরিমানা আদায়

11
অবৈধ গ্যাস সিলিন্ডার প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান।

স্টাফ রিপোর্টার :
অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসা বন্ধে গতকাল বৃহস্পতিবারও নগরীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বৃহস্পিতবারের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
বিকেল ৪টা থেকে নগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী। এসময় বাগবাড়ি এলাকার পেট্রোল-ডিজেল বিক্রয় প্রতিষ্ঠান মের্সাস এইচ এন্টার প্রাইজকে অগ্নি নির্বাপক যন্ত্র না থাকার অপরাধে ৫ হাজার টাকা এবং নিয়ম না মেনে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার সংরক্ষণের অপরাধে প্রমা গ্যাস হাউসকে ২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
মোবাইল কোর্টের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী জানান, নগরীর বেশ কিছু সিলিন্ডার গ্যাস বিক্রয় প্রতিষ্ঠান অগ্নি নির্বাচক যন্ত্র ব্যবহার করছে। নিয়মিত মোবাইল কোর্টের কারণে ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়েছে। তবে অবৈধ সিলিন্ডার ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।