ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন, সেবা ক্যাম্প চালু

7
সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

ভূমি সেবা দ্রুত ও গতিশীল ডিজিটালাইজেশন করার লক্ষ্যে সারাদেশের ন্যায় সিলেটেও ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বুধবার এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে- ২০১৯ ‘ভূমি সেবা সপ্তাহ’ অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দীপ কুমার সিনহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আসলাম উদ্দিন, জেলা প্রশাসনের এডিএম মোহাম্মদ নাসির উল্লাহ খান, সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ, সিলেট সদর উপজেলার নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা, সহকারী কমিশনার (ভূমি) রোজিনা আক্তার, উপ ভূমি সংস্কার কমিশনার আব্দুল হাই আল মাহমুদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার উম্মে সালিক রুমাইয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার মোহাম্মদ হেলাল চৌধুরী, স্যাটেলমেন্ট কর্মকর্তা সৈয়দ ফারুক আহমদ প্রমুখ।
এদিকে ‘ভূমি সেবা সপ্তাহ’-২০১৯ উপলক্ষে সিলেট সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে নগরীর তোপখানাস্থ ভূমি অফিস প্রাঙ্গণে সেবা ক্যাম্প চালু করা হয়েছে। সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রোজিনা আক্তার ও উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা ‘ভূমি সেবা সপ্তাহ’ সেবা ক্যাম্প চালু করেন। এসময় ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ভূমি অফিস সূত্রে জানানো হয়, এ সেবা ক্যাম্পে যে সেবা পাওয়া যাবে,তা হচ্ছেÑ রেকর্ড সংরক্ষণ ও হালকরণ, ভূমি উন্নয়ন কর আদায়, খাস জমি, অর্পিত সম্পত্তি, ওয়াকফ ও দেবোত্তর সম্পত্তির ব্যবস্থাপনা, নামজারি ও জমা খারিজকরণ, হাট বাজার, জলমহাল, বালুমহাল ইত্যাদির ব্যবস্থাপনা, জমির শ্রেণী পরিবর্তন, খতিয়ানের কপি/ পর্চা প্রদান, বিভিন্ন আদালতে সরকার পক্ষে মামলায় সাক্ষ্য প্রদান, বিভিন্ন আবেদনের উপর শুনানী গ্রহণ ও তদন্ত ইত্যাদি। এছাড়া শীঘ্রই ই-নামজরী কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রম চালু করা হবে। বিজ্ঞপ্তি