কানাইঘাটে পরিবার পরিকল্পনা কার্যক্রম অবহিতকরণ সভা

28

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে দীর্ঘমেয়াদী ও স্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি “এলএআরসি ও পিএম গ্রহীতা মেলা-২০১৯ ও (ক্লায়েন্ট ফেয়ার)” সুষ্ঠু ভাবে পালনের লক্ষ্যে এক অবহিত করণ সভা গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সকল মাঠ পর্যায়ের কর্মকর্তা এনজিও প্রতিনিধিদের উপস্থিতিতে অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম আব্দুস সোবহান। পরিবার পরিকল্পনা অফিস কানাইঘাটের এমসিএইচ-এফপি ডাঃ ইসরাত জাহান খাঁনের সভাপতিত্বে ও কানাইঘাট রাজাগঞ্জ ইউনিয়ন পরিবার পরিকল্পনা অফিসের পরিদর্শক মুজিবুর রহমান ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সহকারী মারুফ আহমদের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ শেখ শরফুদ্দিন নাহিদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জ্যোতিষ চন্দ্র দাস। বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সীমান্তিক সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার আব্বাস উদ্দিন, উপজেলা ওয়াকাপের ম্যানেজার রবিউল ইসলাম প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আব্দুস সোবহান বলেন পরিকল্পিত ও দীর্ঘ মেয়াদী সুখী পরিবার গঠনে সবাইকে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করতে হবে। গ্রাম পর্যায়ে এখন অনেকে ছোট পরিবার গঠনে জন্ম নিন্ত্রয়ণ পদ্ধতি গ্রহণ করছেন। আগে যেখানে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ১১ দশমিক ছিল এখন তা নেমে এসেছে ২ দশমিকের কৌঠায়। তিনি সিলেট জেলা এক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে উল্লেখ করে পরিবার পরিকল্পনা অফিসের সাথে জড়িত সকল মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরো নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। সেই সাথে তিনি আরো বলেন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে আমাদের জনসংখ্যার হার কমিয়ে আনতে হবে। নতুন প্রজন্ম কে স্বাস্থ্যবান দক্ষ মানব সম্পদে পরিনত করতে তিনি সকল দম্পত্তি কে পরিবার পরিকল্পনার সকল সেবা গ্রহণের আহ্বান জানান। আগামী ২৩ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে আয়োজিত পরিবার পরিকল্পনা গ্রহীতা মেলা সফল ভাবে সম্পন্ন করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা এবং যারা পরিবার পরিকল্পনার আওতায় এসেছেন তাদের ডাটা বেইজের উপর ফলোআপ রাখার জন্য আহ্বান জানান আব্দুস সোবহান।