বাংলাদেশের দীর্ঘমেয়াদি করদাতা বিশিষ্ট ব্যবসায়ী হাজী আতাউর রহমানের ইন্তেকাল

13

সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশের দীর্ঘমেয়াদি করদাতা হাজী আতাউর রহমান ইন্তেকাল করেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় তিনি নগরীর দক্ষিণ সুরমার খোজার খলাস্থ নিজ বাস ভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
খোজারখলা নিবাসী মরহুম হাজী ইউসুফ আলীর পুত্র আতাউর রহমান ছিলেন খোজারখলা মারকাজ জামে নামাজের মোতাওয়াল্লী। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৬ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল মঙ্গলবার বাদ আছর দক্ষিণ সুরমার খোজারখলা মারকাজ জামে নামাজে জানাযার পর মসজিদের পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি দেশের সবচেয়ে দীর্ঘ মেয়াদি করদাতা হিসেবে ২০০৮ সালে প্রধানমন্ত্রীর পদক পান। তিনি মহাজনপট্টির প্রাচীনতম ব্যবসা প্রতিষ্ঠান হাজী ইউসুফ আলী এন্ড সন্স-এর স্বত্ত্বাধিকারী। গত ৩৭ বছর ধরে তিনি খোজারখলা মারকাজ জামে মসজিদের মোতাওয়াল্লী ছিলেন। বিজ্ঞপ্তি