ছাতকে সড়ক ও ড্রেন সংস্কারের দাবিতে অবরোধ

8

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে ভাঙ্গা সড়ক ও ড্রেন সংস্কারের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচী পালন করছে স্থানীয়রা। গতকাল সোমবার সকাল ৮টা থেকে শহরের কোর্ট রোড এলাকায় সড়কে বাঁশ ফেলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ ভোক্তভোগী লোকজন অবরোধ কর্মসূচীতে অংশ নেয়। ফলে লাফার্জ সিমেন্ট কারখানার গাড়ি, সিমেন্টবাহী শতাধিক ট্রাকসহ দোয়ারাবাজারগামী যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ যানজট ক্রমেই বৃদ্ধি পেয়ে এক পর্যায়ে ছাতক-গোবিন্দগঞ্জ-সিলেট সড়কেও শ’ শ’ মালবাহী ও যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে। অচল হয়ে পড়ে এখানের মানুষের স্বাভাবিক জীবন যাত্রা। জনদুর্ভোগ চরম আকার ধারন করলে দুপুর ১ টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ছাতক-গোবিন্দগঞ্জ-সিলেট সড়ক যানজট মুক্ত করতে চেষ্টা চালায়। কিন্ত অবরোধ তুলে দিতে প্রশাসনের কোন ভুমিকা লক্ষ্য করা যায়নি। উপজেলা পরিষদের প্রবেশদ্বার কলেজ রোডের মুখ থেকে রেলওয়ে সড়ক পর্যন্ত প্রায় দু’ শ’ মিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। লাফার্জ হোলসিম সিমেন্ট কারখানার প্রতিষ্ঠা লগ্ন থেকে কারখানার ভারী যানবাহনসহ সকল প্রকার যানবাহন এ সড়ক দিয়েই চলাচল করে আসছে। পৌরসভার অভ্যন্তরস্থ এ সড়কটি সংস্কারে লাফার্জ ও পৌরসভা কর্তৃপক্ষের রশি টানাটানির কারনে সড়কটি সংস্কার হচ্ছে না বলে ভোক্তভোগীরা দাবী করছেন। কয়েক বছর আগেও এ সড়ক সংস্কার জন্য এলাকাবাসী অবরোধ কর্মসূচী পালন করেছে। বর্তমানে এ সড়কে বড়-বড় গর্তের সৃষ্টি হয়ে ভয়াবহ আকার ধারন করেছে। গুরুত্বপূর্ন এ সড়কটির বেহাল দশার কারনে জন দুর্ভোগ ক্রমেই বেড়ে চলছে। প্রতিকারের কোন উদ্যোগ না থাকায় স্থানীয় লোকজন সড়ক অবরোধ কর্মসূচীর মাধ্যমে আন্দোলনে নামে। অবরোধকারীদের দাবীর প্রতি সমর্থন জানিয়ে কর্মসূচীতে অংশ নেন স্থানীয় পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন ও মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলীসহ সকল শ্রেনী-পেশার মানুষ। দাবী না মানা পর্যন্ত লাগাতার অবরোধ কর্মসূচী পালন করার হুমকিও দিয়েছে অবরোধকারীরা। অবরোথ চলাকালে কোর্ট রোডের বাসিন্দা হাজী নুরু মিয়া তালুকদার, হাজী মখছুছুর রহমান, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রজনু আহমদ, ব্যবসায়ী হাজী বাবুল মিয়া, আবু হেনা তারেক, ফররুখ আহমদ, সুমন আহমদ, আব্দুস সোবহানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।