নগরীর গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের সতর্কতার সাথে ব্যবসা পরিচালনা করার আহবান সিসিকের

15

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী নগরীর সম্মানিত এল,পি গ্যাস, অক্সিজেন, দাহ্য পদার্থ ব্যবসায়ীদের দৃষ্টি আর্কর্ষন করে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়ে বহু মানুষের জীবনহানী ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। মানুষের জীবন ও সম্পদকে রক্ষা করতে এল, পি গ্যাস, অক্সিজেন গ্যাস, দাহ্য পদার্থ বিক্রির ক্ষেত্রে সিটি কর্পোরেশন কর্তৃক ট্রেড লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক। এছাড়া ফায়ার সার্ভিস ও বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স নিয়ে সরকারী বিধি-বিধান অনুসরণ পূর্বক নিরাপদ স্থানে সর্তকতার সাথে ব্যবসা পরিচালনার অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে সিসিক। বিজ্ঞপ্তি