গোলাপগঞ্জে মিষ্টিতে বিষ মিশিয়ে দিনমজুরকে হত্যার ঘটনায় আদালতে মামলা

7

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জের লক্ষ্মীপাশায় মিষ্টিতে বিষ মিশিয়ে দিনমজুর রুহেল আহমদকে খুনের ঘটনায় থানা পুলিশ মামলা না নেয়ায় আদালতে মামলা করেছেন নিহতের বড় ভাই। গত ৩এপ্রিল নিহতের বড় ভাই দিনমজুর জুয়েল আহমদ বাদী হয়ে সিলেটের একটি আদালতে হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য গত মাসের ২৩ মার্চ উপজেলার লক্ষ্মীপাশা ইউপির জলঝাপ গ্রামে রুহেল আহমদ (২৬) নামে ওই দিনমজুর যুবকের মৃত্যু হয়। সে লক্ষ্মীপাশা ইউপির ঘাসিবণি গ্রামের মৃত কুশিদ আলীর ছোট ছেলে। একই মিষ্টি খেয়ে গুরুতর আহত হন লক্ষ্মীপাশা ইউপির দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামের রকিব আলীর ছেলে দিনমজুর নুর উদ্দিন (৪৫), ঘাসিবণি গ্রামের মছব্বির আলীর ছেলে নাজিম উদ্দিন (২২) ও একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২২)। ঘটনার দিন সকাল থেকেই নিহত ও আহত দিনমজুর শ্রমিকরা উপজেলার লক্ষীপাশা ইউপির জলঝাপ গ্রামে সকাল থেকেই কৃষি জমিতে মাটি কাটছিলেন। দুপুর আড়াইটায় ক্লান্ত হয়ে জমির উপর তারা বসেছিলেন। এ সময় ১০ বছরের একটি শিশু তাদের মিষ্টি দিয়ে গেলে তারা মিষ্টি খেয়ে অসুস্থ হয়ে পড়েন। মিষ্টি খাওয়ার পর ছটফট শুরু করলে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার রুহেলের মৃত্যু নিশ্চিত করেন এবং অপর আহত শ্রমিকদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে আহতরা চিকিৎসা নিয়ে ভাগ্যক্রমে বাড়ী ফিরেন। এ ব্যাপারে নিহতের আইনজীবী আব্দুল মালেকের সাথে আলাপ করা হলে তিনি মামলার বিষয়টি নিশ্চিত তিনি বলেন, বিষক্রিয়ার কারণে রুহেলের মৃত্যু হয়েছে। আমরা আহতদের মেডিকেল রিপোর্টের মাধ্যমে জানতে পেরেছি।