ওসমানীনগরে স্কুলে চুরির চেষ্টা, বাধা দেয়ায় প্রহরীকে পিটিয়ে আহত

27

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে রাতের আঁধারে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টাকালে বাধা দেয়ায় চোরেরা ওই বিদ্যালয়ের দপ্তরী-নৈশ্য কাম প্রহরী কবির আহমদকে পিটিয়ে গুরুতর আহত করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের আদমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। আহত কবির মিয়া আদমপুর গ্রামের কাঁচা মিয়ার পুত্র। শুক্রবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত কবির মিয়া মৌলভীবাজার সদর হাসপাতালে তত্ত্বাবাধনে চিকিৎসাধিন রয়েছেন। আহত কবির মিয়ার বরাত দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম জানান, রাতে মুখোশধারী একদল চোর স্কুলের জরুরী কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য স্কুলের অফিস কক্ষের তালা কাটার চেষ্টা করে। এ সময় পাশের রুমে থাকা স্কুলের দপ্তরি কাম নৈশ প্রহরী চোরদের বাধা দিলে চোরেরা তাকে পিটিয়ে আহত করে। কবিরের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে চোরেরা পালিয়ে যায়। খবর পেয়ে আমি সকালে বিদ্যালয়ে গিয়ে স্কুল সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত করেছি। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা দিলিপময় দাশ বলেন, ঘটনাটি জানার পর আমি ইউএনও স্যার ও থানা পুলিশকে অবগত করেছি। এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছি।