আমার দেশ

17

মিনহাজ উদ্দীন শরীফ

হরেক পাখির গানের তালে
মুখরিত হয় দেশ,
মুয়াজ্জিনে আযান দিলে
আলোকিত হয় বেশ।

প্রভাত সূর্য উদয় হলে
ছুটে কৃষক মাঠে,
মাঝিমাল্লা বৈঠা হাতে
চলে নৌকার ঘাটে।

শিশির ভেজা ঘাসের ডগায়
ফড়িং করে খেলা,
বেগু বনের দক্ষিণ দিকে
শাপলা জবার মেলা।

বাউল ফকির মনের সুখে
গায় যে বাংলার গান,
সবুজ শ্যামল ঘেরা নীড়ে
মনে লাগে টান।

মায়ের মতো আদর স্নেহ
দেয় যে আমার দেশ,
তাহার রূপে কথা বলে
যায় না করা শেষ।