সিলেট প্রেসক্লাবে মতবিনিময় ॥ রহস্যজনক কারণে সিলেটে রাজস্ব ভবন নির্মাণ কাজ শুরু হচ্ছে না

14
সিলেট প্রেসক্লাবে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো: আবুল ফজল।

স্টাফ রিপোর্টার :
সিলেটে রাজস্ব ভবন নির্মাণের কাজ দ্রুততম সময়ে শুরু করার দাবি জানিয়েছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। তাদের দাবি কর আদায়ের ক্ষেত্রে সিলেট অঞ্চল কুমিল্লা, বরিশাল, রংপুর অঞ্চলের চেয়ে এগিয়ে অথচ সেসব অঞ্চলে ইতোমধ্যে রাজস্ব ভবন নির্মাণ করা হয়েছে। রহস্যজনক কারণে এখনো সিলেটে রাজস্বভবন নির্মাণ হয়নি।
বৃহস্পতিবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এই তথা তুলে ধরেন। সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে কর আইনজীবী নেতৃবৃন্দ তুলে ধরেন সিলেটের কৃতি সন্তান নজিবুর রহমান এনবিআরের চেয়ারম্যান থাকাকালীন সময়ে তার সাথে দেখা করে সিলেটের নেতৃবৃন্দ রাজস্ব ভবন নির্মাণের যৌক্তিকতা তুলে ধরেন। একইভাবে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দৃষ্টি আকর্ষণ করলে, তিনিও একমত পোষণ করেন। এরই পরিপ্রেক্ষিতে দক্ষিণ সুরমার পিরুজপুর মৌজায় ২.২৩ শতক ভূমি অধিগ্রহণের জন্য চূড়ান্ত করেন। ২০১৮ সালের ২৪ অক্টোবর ভূমি অধিগ্রহণের জন্য ১ কোটি ১০ লাখ ৭৩ হাজার টাকা ভূমি অধিগ্রহণের জন্য মঞ্জুর করেন। কিন্তু রহস্যজনক কারনে রাজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে না। নেতৃবৃন্দ রাজস্ব ভবন নির্মাণে পরাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দৃষ্টি আকর্ষণ করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা কর আইনজীবী সিমিতির সভাপতি এডভোকেট মো. আবুল ফজল, সাবেক সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আলীম পাঠান প্রমুখ।