অভিযানের ৩য় দিনে দক্ষিণ সুরমায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

36
নগরীর দক্ষিণ সুরমায় ৩য় দিনের মতো সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান অব্যাহত।

স্টাফ রিপোর্টার :
নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্তর থেকে ফেঞ্চুগঞ্জ রোড কদমতলী এলাকায় ৩য় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অবৈধ পার্কিং করে সড়কের পাশে ট্রাক রাখার অপরাধে বেশ কয়েকটি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নগরীর হুমায়ুন রশীদ চত্তর থেকে পাঠানপাড়া, শিববাড়ী, কদমতলী এলাকা পর্যন্ত সড়কের দুই পাশের অর্ধশতাধিক অবৈধস্থাপনা বল্ডুজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।
এ সময় বেশ ক’টি ট্রাক, পিকআপ ও কাভার্টভ্যনের বিরুদ্ধে অবৈধ পার্কিং এর অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। এ অভিযান চলে সন্ধ্যা পর্যন্ত। অভিযানে সড়ক ও জনপথ, বিপুল সংখ্যক পুলিশ ছাড়াও সিসিকের ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বক্স, এসএমপি পুলিশের ডিসি (ট্রাফিক) মো. ফয়সল মাহমুদ, এডিসি নিকুলিন চাকমা, সিসিকের ভারপ্রাপ্ত সচিব নুর আজিজুর রহমান, প্রকৌশলী আলী আকবরসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলে জানান মেয়র আরিফুল হক চৌধুরী।