রাজা ম্যানশনে ফায়ার সার্ভিসের মহড়া

10

স্টাফ রিপোর্টার :
নগরীর রাজাম্যানশনে অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ওই মহড়ার আয়োজন করা হয়।
সিলেট ফায়ার সার্ভিসের কর্মকর্তা আক্তার হোসেন জানান, জনসচেতনতা বাড়াতে তাঁরা ওই মহড়ার আয়োজন করেন। মহড়ায় প্রাথমিকভাবে আগুন নেভানো, আগুন নিয়ন্ত্রণে রাখা এবং উদ্ধারকাজ কীভাবে করতে হয়, তা দেখানো হয়েছে। এ মহড়ায় সিলেট ফায়ার সার্ভিসের একটি ইউনিট অংশগ্রহণ করেন। এসময় রাজা ম্যানশনের আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষজন দৌড়াদৌড়ি শুরু করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান করেন এবং অগ্নিনির্বাপণের কার্যকরী পদক্ষেপগুলো গ্রহণের নির্দেশ দেন।