পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানের দাবীতে সভা অনুষ্ঠিত

31

বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলার এক সভা ৪ এপ্রিল বৃহস্পতিবার শ্রীরামপুরস্থ সিরাজ উদ্দিন আহমদ একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি মোঃ কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক রাজুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ বেলাল আহমদ, সহ-সভাপতি মোঃ আজির উদ্দিন, প্রবীণ শিক্ষক নেতা মোঃ রমজান আলী, কোষাধক্ষ মোঃ নুরুল ইসলাম, কেন্দ্রীয় শিক্ষক নেতা গোলাম মোস্তফা কামাল, জেলা শিক্ষক নেতা আজিজুর রহমান মুক্তা, শফিউল আলম, প্রদীপ কুমার চৌধুরী, দীলিপ লাল রায়, আহমেদুল কবির, শিতাংশু বিশ্বাস, জ্যোতিষ চন্দ্র পাল, মোঃ মুকাব্বির আলী, মোঃ শাহনেওয়াজ, মোঃ মুশফিকুর রহমান, মোঃ গোফরান হোসেন, আলমগির মোঃ এনামুল কবির, সফির আহমদ কামাল, শামীম আহমদ, ময়নুল ইসলাম।

সভায় বক্তাগণ বার্ষিক ৫% প্রবৃদ্ধি ও বৈশাখীভাতা প্রদানকে জাতীয়করণের লক্ষ্যে একধাপ অগ্রগতি উল্লেখ করে বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। বেসরকারী মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের লক্ষ্যে আগামী ঈদে পূর্ণাঙ্গ উৎসবভাতা প্রদানের দাবি জানান।