লেদার শিল্পকে টিকিয়ে রাখতে ব্যবসায়ীদেরকে সুযোগ সুবিধার মাধ্যমে বাঁচিয়ে রাখতে হবে – প্রেসক্লাব সভাপতি

17

সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির বলেছেন, লেদার শিল্পকে টিকিয়ে রাখতে তৃণমূলের ব্যবসায়ীদেরকে সকল সুযোগ সুবিধা প্রদান মাধ্যমে বাচিয়ে রাখতে হবে। বিশেষ করে সিলেটে এ ব্যবসা পরিচালনা করতে নানা সমস্যায় ব্যবসায়ীরা। স্থানীয় ভাবেতো বড় অংকের কোন ব্যাংক লোন নেই। বরং ঢাকায় আড়ৎদারদের যাতাকলে ক্ষুদ্র ব্যবসায়ীরা নিষ্পেষিত। তার ঠিকমত মূল পুঁজি ফেরত পাননা। সুতরাং সরকারকেই এ ব্যবসায়ীদের প্রতি সু-নজর দিতে হবে। তাহলে লেদার শিল্প দেশের অর্থনীতিক চালিকা শক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২ এপ্রিল রাতে সিলেট নগরীর দরগাহ গেইটস্থ একটি হোটেলে সিলেট লেদার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
এসোসিয়েশনের সভাপতি শেখ শামীম আহমদের সভাপতিত্বে ও এস এম আব্দুল গফুর মান্না ও ছমির আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, ৪নং ওয়ার্ড সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ২৬ নং ওয়ার্ড সিটি কাউন্সিলর তৌফিক বক্স লিপন। শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ সভাপতি মোঃ শাহীন মিয়া, বার্ষিক হিসাব তুলে ধরেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম শাজাহান। এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা মোঃ জমির হোসেন, বাদশা আহমদ, আফতাব আলী, মেম্বারমোঃ নূর উদ্দি, আসাদ আহমদ, শেখ মোঃ আব্দুল হামিদ, সিনিয়র সদস্য সেলিম আহমদ, আনিছ আলী, শেখ হাসান ইমাম, আব্দুস সাত্তার মামুন , সমজিদ আলী, আব্দুল কাদির, গেদা মিয়া, মশাহিদ আলী, আক্তার হোসেন, হাজী মনির আলী, আব্দুল আহাদ, লিয়াকত আলি, কুদ্রত আহমদ, আব্দুস শুকুর, রাজা আহমদ, রাজু আহমদ, বাতির আলী, সিরাজ আলী, তাহির আলী, জলাল আহমদ, ইব্রাহিম, রতন, আলমগীর, আব্দুল করিম, নুর আলী, জুবায়ের, আনওয়ার প্রমুখ। বিজ্ঞপ্তি