শাবি’র সাবেক শিক্ষার্থীর মৃত্যু

16
মোঃ আল আমিন এর ফাইল ফটো।

শাবি থেকে সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সেশনের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মোঃ আল আমিন দুরারোগ্য ব্যাধি নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থী সোহাগ আহমেদ। দীর্ঘ এক মাস চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বুধবার বেলা ৩টার সময় রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মোঃ আল আমিন গত মাসের প্রথম দিকে পুলিশের এস আই পদে সুপারিশপ্রাপ্ত হয়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমীতে যোগদান করেন। ট্রেনিংরত অবস্থায় হঠাৎ নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে তাকে প্রাথমিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ, ল্যাব এইড ও পিজি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।
মোঃ আল আমিন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তিলাটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবা আবুল বাশার পেশায় একজন কৃষক। চার ভাইয়ের মধ্যে আল আমিন ছিলেন সবচেয়ে বড়।
নিপাহ ভাইরাস প্রতিরোধের জন্য বাংলাদেশে কোন ভাক্সিন নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। ধারাবাহিকভাবে নিবিড় পর্যবেক্ষণে রাখলে অবস্থার উন্নতি হবে বলে চিকিৎসকরা আশ্বাস দিলেও অনেক কমসময়ই সুস্থ অবস্থায় ছিলেন তিনি। অবশেষে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি।