অশ্রুসিক্ত নয়নে সংস্কৃতিকর্মী সংগঠক কুমার গণেশ পালের শেষ বিদায়

22
কুমার গণেশ পালের মরদেহের প্রতি সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা।

সুনামগঞ্জের পণাতীর্থ থেকে ফেরার পথে লৌড়ঘর নামক স্থানে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মঙ্গলবার রাত ১২.২০ মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়েন সিলেটের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ কুমার গণেশ পাল। তাঁর মৃত্যুর খবর শহরে ছড়িয়ে পড়লে সকাল থেকেই প্রয়াতের তাঁতীপাড়ার বাসায় ছুটে আসেন নানা শ্রেণীপেশার মানুষ। ৫১ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যুকে কেউই মেনে নিতে পারেননি। আত্মীয়স্বজন, গুণগ্রাহী অনেকেই কুমার গণেশ পালের এভাবে চলে যাওয়ায় বেদনায় ভেঙ্গে পড়েন। তাঁতীপাড়ার বাসায় সামাজিক কর্ম শেষে বেলা আড়াইটায় তাঁকে নিয়ে যাওয়া হয় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে। সেখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। শেষবারের মতো তাঁকে দেখে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।
কুমার গণেশ পাল বিভিন্ন সংগঠনের সাথে অতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য খেলাঘর সিলেট জেলা, সন্ধানী নাট্যচক্র, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, সিলেট ফটোগ্রাফী সোসাইটি, ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশন, মাইক ও সাউন্ড সিস্টেম মালিক সমিতি। রাজনৈতিক জীবনেও তিনি ঐক্য নেপ সিলেটের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তিগত ব্যবসায়ী প্রতিষ্ঠান পার্বণ প্রোডাকশনের প্রোপ্রাইটর ছিলেন তিনি। একজন রোটারীয়ান হিসেবেও তাঁর ছিল বিশেষ পরিচিতি। এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক তিনি।
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় শহিদমিনারে প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিজামউদ্দিন লস্কর, রাজনৈতিক ব্যক্তিত্ব প্রবীণ আইনজীবী এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য, ব্যারিস্টার মোঃ আরশ আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক মহানগর কমান্ডার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ, মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসেন, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা কমরেড ধীরেন সিংহ, সিলেট ষ্টেশন ক্লাবের সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বিকেল সাড়ে তিনটায় সিলেট চালিবন্দর মহাশ্মশানঘাটে তাঁর অন্তুষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।
প্রয়াতের প্রতি শহিদমিনারে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট মহানগর আওয়ামীলীগ, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলা প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেট, সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট, বাসদ, সিলেট জেলা, সিলেট ষ্টেশন ক্লাব, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন (ইমজা), সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা ৭১, সিলেট ফটোগ্রাফী সোসাইটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, খেলাঘর সিলেট, মাইক এন্ড সাউন্ড সিস্টেম মালিক সমিতি, মাইক এন্ড সাউন্ড শ্রমিক কল্যাণ সমিতি, সিলেট মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন, উদীচি সিলেট, আনন্দলোক, নৃত্যশৈলী, দিগন্ত থিয়েটার, তাঁতীপাড়া সমাজ কল্যাণ সংস্থা, হরিভক্তি প্রচারণা সভা, ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটিসহ প্রায় অর্ধশতাধিক সংগঠন।
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত অপর এক বিবৃতিতে প্রতিভাবান নাট্য ও সাংস্কৃতিক সংগঠক কুমার গণেশ পালের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা প্রয়াতের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি