কানাইঘাটে অসামাজিক কার্যকলাপে বাধা প্রদান করায় কৃষকলীগ নেতা গুরুতর আহত

239
কানাইঘাটে আহত কৃষক লীগ নেতা ফয়েজ উদ্দিন।

কানাইঘাট থেকে সংবাদদাতা :
অসামাজিক কার্যকলাপে বাধা প্রদান করায় কানাইঘাট দীঘিরপার ইউপি কৃষকলীগের সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন (৩৫) কে ধারালো চাকু দিয়ে কুপিয়ে রক্তাক্ত আহতের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় এ কৃষকলীগ নেতা ৫ দিন যাবৎ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় কানাইঘাট থানায় গত সোমবার হামলাকারী দীঘিরপার ইউপির মৃত আরবেশ আলীর পুত্র হোসেন আহমদ (২৬) কে আসামী করে আহতের ভাই হারিছ উদ্দিন অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, প্রায় ৩ মাস পূর্বে অভিযোগের আসামী হোসেন আহমদ এক প্রবাসীর স্ত্রী সাথে আসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়লে ধনমাইরমাটি গ্রামের মৃত নজির আহমদ পুত্র পেশায় দলিল লেখকের সহকারী দীঘিরপার ইউপি কৃষকলীগের সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন সহ আরো অনেকে বাধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে হোসেন আহমদ গত বৃহস্পতিবার রাত ৭টার দিকে স্থানীয় সড়কের বাজারস্থ অগ্রণী ব্যাংকের সামনে কাজিরগ্রাম নামক পাকা রাস্তার উপর ফয়েজ উদ্দিনের উপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো চাকু দিয়ে চক্ষু ও গাড়ে মধ্যে ছুরিকাঘাত করলে ফয়েজ উদ্দিন রক্তাক্ত গুরুত আহত হন। তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সিওমেক হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবারের লোকজনের অভিযোগ ফয়েজের বাম চক্ষুর আঘাত গুরুতর হওয়ায় চোখ নষ্ট হয়ে গেছে বলে ডাক্তাররা জানিয়েছেন।