সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে মহাতাঁবু জলসা

88
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট বিভাগের মহাতাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি তাসনীম আহমেদ।

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট বিভাগের ৩য় আঞ্চলিক গাইড ক্যাম্প থীম লিডারশীপ এর মহাতাঁবু জলসা সম্পন্ন হয়েছে। ৩১ মার্চ রবিবার রাতে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে ৫ দিন ব্যাপী এ অনুষ্ঠান সমাপনী সম্পন্ন হয়।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেটের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে ও সম্পাদক সাবেক সিনিয়র শিক্ষক কামরুন নাহার শফিকের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি তাসনীম আহমেদ বলেন, স্কাউটস দল শৃংখলা কর্তব্য ও দক্ষতার সাথে বিদ্যালয়ে কাজ করে থাকে। পড়া লেখার পাশা পাশি স্কাউটস তাদের কার্যক্রম পরিচালনা করছে। আজকের এই মহাতাঁবু জলসায় শিশুরা অনেক কিছু শিখতে পেরেছে, তাদের নতুন কিছু আগ্রহ তৈরি হয়েছে। নতুন বন্ধুত্বের পথ খুঁজে পেয়েছে। আগামীতে তোমরা দেশের জাতীয় উন্নয়নের পাশাপাশি সমাজ-দেশ গঠনে দেশের দুর্যোগ মোকাবেলায় ভূমিকা রাখতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক মনা হয়ে উঠবে। তিনি বিভিন্ন দলের কাব ক্যাম্পুরীদের কে তাদের দলগত কর্মকাণ্ডে সফলতা ও ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট এম.সি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও জেলা সাবেক গাইড কমিশনার প্রফেসর শামীমা চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিটিআই ইন্সট্রাক্টর তাসরিন পান্না, দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মালেম তম্বী, শাহপারান সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক সিরাজুম মুনিরা, সার্বিক সমন্বয়কারি সুফিয়া বেগম, বিদ্যালয়ের সিনিয়র সহকারি প্রধান শিক্ষক মমতাজ বেগম, সহকারি প্রধান শিক্ষক নুসরাত হক, সহকারি ক্যাম্প পরিচালক সালমা বাছিত, সহকারি ক্যাম্প কমান্ডার ফেরদৌস আরা কামাল চৌধুরী, সিদ্দিকা খাতুন, সহকারি প্রোগ্রাম ইনচার্জ মৌসুমী দেব, রুনা বেগম, কোয়ার মাস্টার সানা বেগম, সহকারি কোয়ার মাস্টার মীনা ভট্টাচার্য্য, শীপ্রা দেব, হেলথ ইনচার্জ মাহমুদা বেগম, সহকারি হেলথ ইনর্চাজ শরীফা খাতুন, বুলেটিন ইনচার্জ রওশনারা বেগম, সহকারি বুলেটিন ইনচার্জ ফৌজিয়া জাহান চৌধুরী, শর্মিলা শর্মা, ক্যাম্প নার্স কল্পনা ঘোষ, সহকারি ক্যাম্প নার্স শিল্পী রাণী দেবী সহ গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মহাতাঁবু জলসায় ১৭টি প্রশিক্ষণ প্রদর্শন করা হয়েছে। বিজ্ঞপ্তি