আকাবিরে গোয়াইনঘাট গ্রন্থের পাঠ পর্যালোচনা ॥ আলেম-উলামারা ওহীর শিক্ষায় মানুষকে আলোকিত করেন

48

আলেম-উলামা এবং পীর-মাশায়েখরাই জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের ত্যাগ ও তিতিক্ষা এবং পরিশ্রমের মাধ্যমে মানুষ দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়। ওহীর শিক্ষায় আলোকিত হয়ে জীবন গঠনে প্রয়াস পায়। তাঁেদর জীবন থেকে আলোকের ঝর্ণাদ্বারা অবগাহন করার মাধ্যমে সত্যিকার মানুষ হওয়া সম্ভব। তরুণ সমাজ যদি আকাবিরদের দেখানো পথে জীবনকে পরিচালিত করতে পারেন, তবে সত্যিকার মঞ্জিলে পৌঁছা সম্ভব।
আহরার পাবলিশার্স-এর উদ্যোগে লেখক আখলাক হুসাইন রচিত গোয়াইনঘাটের ৫৫জন উলামা-মাশায়েখের জীবনাল্লেখ্য ‘আকাবিরে গোয়াইনঘাট’ গ্রন্থের পাঠ পর্যালোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সংসদের দ্বাদশ বইমেলা মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক তরুণ গবেষক ফায়জুর রাহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পাঠ পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন, সিলেট-এর সহকারী পরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শাহ নজরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ সভাপতি সেলিম আউয়াল, গবেষক কবি সৈয়দ মবনু, গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, জামেয়া ইসলামিয়া বুধবারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা উবায়দুল্লাহ জহির, আল ইসলাহ সম্পাদক এডভোকেট কবি আবদুল মুকিত অপি, দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার সাহিত্য সম্পাদক কবি মামুন সুলতান। জামেয়া দারুণ ইসলাম খাদিমপাড়ার শিক্ষক হাফিজ মাওলানা আসাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন গ্রন্থের লেখক আখলাক হুসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উন্নয়ন ফোরাম-এর আপ্যায়ন সম্পাদক আব্দুল মুনিম, এমসি কলেজের শিক্ষার্থী রাসেল আহমদ, মদনমোহন কলেজের শিক্ষার্থী আমির উদ্দিন, সিলেট সেন্ট্রাল কলেজের আব্দুল্লাহ আল মামুন। এছাড়া অনুষ্ঠানের সিলেটের সাহিত্য-সংস্কৃতির অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহ নজরুল ইসলাম বলেন, সিপাহী বিদ্রোহ, ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ প্রত্যেকটি ক্ষেত্রে আলেম উলামাদের রয়েছে স্বর্ণোজ্জ্বল অবদান। গোয়াইনঘাটের আলেম উলামাদের জীবনী গ্রন্থায়িত করেছেন, যা জাতীয় ইতিহাসের অংশ হয়ে থাকবে।
গল্পকার সেলিম আউয়াল বলেন, আলেম উলামাদের কল্যাণেই মানুষ সত্যিকার দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়। প্রতিটি উপজেলার আলেম উলামাদের জীবনী একত্রিত করতে পারলে, সেটা নতুন প্রজন্মকে আলোকিত পথের সন্ধান দিতে মাইলফলক হিসেবে কাজ করবে। আখলাক হুসাইন এ ক্ষেত্রে প্রশংসার যোগ্য। বিজ্ঞপ্তি