গোলাপগঞ্জে ৩টি দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

34

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে উদ্বেগজনকভাবে বেড়েছে চুরির ঘটনা। বাণিজ্যিক এলাকায় একের পর এক চুরি হচ্ছে। এতে ব্যবসায়ীরা আতঙ্কে আছেন। এবার গোলাপগঞ্জ পৌরসভার কদমতলী ও গোডাউন রোডে তিনটি দোকানের সামনের তালা ভেঙ্গে নগদ টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। একের পর এক চুরির ঘটনায় উপজেলার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার (২৯মার্চ) গভীর রাতে গোলাপগঞ্জ কদমতলীস্থ তানিশা এন্ড তায়্যিবা ভেরাইটিজ স্টোর, আব্বাস এন্ড আহাদ ভেরাইটিজ স্টোর ও মাজেদা ভেরাইটিজ স্টোরের সাটারের তালা ভেঙ্গে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। চুরি হওয়া ৩টি দোকানের ব্যবসায়ীরা প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে আড়াইর মধ্যে দোকান বন্ধ করে যান। গতকাল শনিবার (৩১ মার্চ) সকালে দোকান খুলতে এসে তারা দেখেন দোকানের সামনের তালা ভাঙ্গা ও ভিতরে সবকিছু এলোমেলো।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ,পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল ও বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেখ ঘটনাস্থ পরিদর্শন করেন। ব্যবসায়ী সেলিম আহমদ বলেন,একময় চোর’রা পিছন দিয়ে চুরি করত। সবকিছু নিয়ন্ত্রণে থাকায় এখন তারা সামন দিয়ে প্রকাশ্যে করে। এ উপজেলায় প্রায় ৫বছর থেকে চুরি বেড়ে গেছে।
এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ আককৃতরা হলেন, উপজেলার ঘোষগাঁও গ্রামের মৃত আলাউদ্দিন’র পুত্র মাজেদ আহমদ (৩৫) একই গ্রামের আব্দুল কাদিরের পুত্র মোক্তার হোসেন (২০), ফুলবাড়ী বইটিকর গ্রামের মানিক মিয়ার পুত্র জুনেদ আহমদ (২০)। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা করেন।