জ্ঞান চর্চায় প্রতিযোগিতার মনোভাব থাকতে হবে – প্রফেসর হায়াতুল ইসলাম আখুঞ্জি

30
কেমুসাস বইমেলার নবম দিবসে আয়োজিত নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল প্রফেসর হায়াতুল ইসলাম আখঞ্জি।

সিলেট সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল প্রফেসর হায়াতুল ইসলাম আখুঞ্জি বলেছেন, জ্ঞান চর্চার প্রতিযোগিতার মনোভাব থাকতে হবে। তাহলে আমাদের জ্ঞানের পরিসর বৃদ্ধি হবে। বিশেষ করে বৃক্ষ রোপণ, বই পড়া বা ইতিহাস চর্চার বিষয়টি খুবই জরুরী। এই তিনটি বিষয়ই আমাদের জীবনের অপরিহার্য বিষয়। এসব বিষয়েও নতুন প্রজন্মের মধ্যে সুস্পষ্ট ধারণা দিতে হবে।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের দ্বাদশ কেমুসাস বইমেলার নবম দিবসে আয়োজিত নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাহিত্য সংসদের সহ-সভাপতি সেলিম আউয়ালের সভাপতিত্বে ও বইমেলা উপ-কমিটির সদস্যসচিব এডভোকেট আবদুস সাদেক লিপনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কবি সৈয়দ মবনু, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শাহাদাত চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌস, মাসিক আল ইসলাহ সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, সাহিত্য সমালোচক বাছিত ইবনে হাবীব, অধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত প্রমুখ। বিজ্ঞপ্তি