নগরীতে ব্যবসায়ী ও লেগুনা চালকদের পাল্টাপাল্টি সড়ক অবরোধ

86
নগরীর বন্দরবাজার ও জেল রোড ব্যবসায়ীদের সড়ক অবরোধ।

স্টাফ রিপোর্টার :
নগরীতে ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে যাত্রী উঠানামার জের ধরে পাল্টাপাল্টি সড়ক অবরোধ করেন ব্যবসায়ী ও লেগুনা চালকরা। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ধোপাদিঘীর পূর্বপাড়ে লেগুনা শ্রমিক ও জেলরোডে (বন্দরবাজার প্রান্তে) ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে উভয় পক্ষ অবরোধ তুলে নেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে জেলরোড বন্দরবাজার প্রান্তে ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে লেগুনা দাঁড় করিয়ে যাত্রী তুলছিলেন চালক শামীম আহমদ। এ সময় ব্যবসায়ীরা দোকানের সামনে থেকে সরে গিয়ে যাত্রী তোলার অনুরোধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে লেগুনাচালক শামীম আহমদকে মারধর করেন ব্যবসায়ীরা।
এর প্রতিবাদে লেগুনা চালক-শ্রমকরা সকাল সাড়ে ১১টা থেকে ধোপাদীঘির পূর্বপারে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর কিছুক্ষণ পর ব্যবসায়ীরা বন্দরবাজার প্রান্তের জেল রোড অবরোধ করে পাল্টা বিক্ষোভ শুরু করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের হস্তক্ষেপে উভয় পক্ষ অবরোধ তুলে নেয়।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মো. ইয়াছিন জানান, উভয় পক্ষ অবরোধ তুলে নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।