জ্ঞাননির্ভর সমাজের অবকাঠামো দাঁড় করানো সময়ের দাবি – বদরুল ইসলাম শোয়েব

41

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, স্বাধীনতার পরবর্তী সময় থেকে হিসাব কষলে দেখা যায় অসংখ্য শিক্ষার্থী শীর্ষ মেধাস্থান দখল করেছেন। এখনো মেধা তালিকায় শীর্ষ স্থান দখল করে নেয়া শিক্ষাথীর সংখ্যা ও শিক্ষার হার বাড়ছে। এত কিছুর পরও আমরা জ্ঞাননির্ভর একটি সমাজের অবকাঠামো দাঁড় করাতে পারিনি। আমাদের প্রজন্ম থেকে আইনস্টাইন, নিউটন, এডিসন, কার্ল মার্কসদের মতো কোন বিরল প্রতিভার সৃষ্টি হয়নি। বর্তমানে যে বিষয়টি সবচেয়ে প্রয়োজন সেটি হচ্ছে জ্ঞাননির্ভর সমাজের অবকাঠামো দাঁড় করানো।
তিনি শুক্রবার (২৯ মার্চ) গোলাপগঞ্জের অরবিট একাডেমির এইচএসসি পরীক্ষার্থীদের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মার্ভেলাস হোমস প্রাইভেট লিমিটেডের ভাইস চেয়ারম্যান ডা. শামসুল হুদার সভাপতিত্বে ও আব্দুল মজিদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক রেজা, প্রভাষক ইমরান আহমদ, এ কে মুন্না প্রমুখ। বিজ্ঞপ্তি