ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

68
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর ২০তম বার্ষিক সাধারণ সভার সভাপতির বক্তব্য প্রদান করছেন ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডাঃ এম এনায়েত উল্লাহ্।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর বার্ষিক সাধারণ সভা-২০১৮ ও নির্বাচন-২০১৯ গত শুক্রবার বিকালে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে অনুষ্ঠিত হয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর ২০তম বার্ষিক সাধারণ সভা-২০১৮। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সভাপতি প্রফেসর ডাঃ এম এনায়েত উল্লাহ্ সভাপতিত্বে এবং পাবলিসিটি সেক্রেটারী আবু তালেব মুরাদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে হাফেজ আব্দুল বাছির কর্তৃক কোরআন তেলাওয়াতের পর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর আজীবন সদস্যদের মধ্যে ইতিমধ্যে যারা মৃত্যুবরণ করেছেন এবং গত ২৮ মার্চ ঢাকা বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শোয়েব আহমদ মতিন। এর পর বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পেশ ও ২০১৮ সনের বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ মোঃ আমিনুর রহমান লস্কর। এছাড়াও গত বছরের অডিট রিপোর্ট পেশ এবং আগামী বছরের বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ জামিল আহমদ চৌধুরী।
আজীবন সদস্যদের মধ্যে পরামর্শমূলক মতামত ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ এম এ মতিন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ রেজাউল করিম, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ ইসমাঈল হোসেন পাটোয়ারী, জেনারেল সার্জন ডাঃ সায়েক আজিজ চৌধুরী, জালালাবাদ রোটারী ক্লাবের প্রেসিডেন্ট মাসুদ আহমদ চৌধুরী, ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কমিটির চেয়ারম্যান মাহমুদুর রশিদ।
প্রথম পর্বে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে হিউম্যান রিসোর্চ ডেভলাপমেন্ট সেক্রেটারী ডাঃ মোঃ মঞ্জুরুল হক চৌধুরীর বক্তব্যের পর সভাপতির বক্তব্য প্রদান করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সভাপতি প্রফেসর ডাঃ এম এনায়েত উল্লাহ্।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, প্রফেসর ডাঃ এম এ আহবাব, প্রফেসর ডাঃ মোঃ আলতাফুর রহমান, প্রফেসর ডাঃ সুধাংশু রঞ্জন দে, সাইন্টিফিক সেক্রেটারী ডাঃ শামীমুর রহমান, সোস্যাল সেক্রেটারী শহিদ আহমদ চৌধুরী, ইউকে কমিটির প্রেসিডেন্ট আলহাজ্ব এম এ আহাদ, সেক্রেটারী মিছবাহ জামাল, কার্যকরি কমিটির সদস্য এম এ করিম চৌধুরী, ফজলুল হোসেন, ডাঃ মোঃ আব্দুল হাই, আবু আহমদ সিদ্দিকী, আব্দুল মালিক জাকা, ডাঃ মোস্তফা শাহজামান চৌধুরী, ডাঃ শামীম আহমদ, মোঃ আব্দুস সাত্তার, ডাঃ মোঃ জাকারিয়া হোসেন, প্রফেসর ডাঃ মোঃ আব্দুস সালাম, হাসপাতালের পরিচালক ও সিইও কর্ণেল (অবঃ) শাহ আবিদুর রহমান, উপ-পরিচালক ডাঃ মোঃ আব্দুল মনিম চৌধুরী, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এর কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুল্লাহ সেলিম, সহকারী অধ্যাপক ডাঃ মোখলেছুর রহমান, ইউকে কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, শামছুদ্দিন আহমেদ, ফারুক আহমদ, এবাদুর রহমান, প্রফেসর ডাঃ শামছুন্নাহার, মোস্তফা কামাল, খালেদ হোসেন, জাহাঙ্গীর আলম এবং কয়েস আহমদ সাগর প্রমুখ। প্রথম পর্বের শেষ পর্যায়ে মাহমুদুর রশিদ ১ লক্ষ টাকা এবং মাসুদ আহমদ চৌধুরী ১ লক্ষ টাকা মোট ২ লক্ষ টাকা সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালকে প্রদান করেন। বিজ্ঞপ্তি