ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

115

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের গোবিন্দনগরে মিনি ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মধ্যস্থতাকারীসহ প্রায় ৩০ ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের মাঠে ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় গ্রামের দু’পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, শুক্রবার সকালে গ্রামের মাঠে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে গোবিন্দনগর কোনা পাড়া ও মাঝপাড়ার খেলোয়াড়রা অংশ নেয়। খেলার এক পর্যায়ে খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। এ সংবাদটি তাদের পাড়ায় ছড়িয়ে পড়লে পাড়ার লোকজন দেশিও অস্ত্র ও ইট পাটকেল নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দু’ঘন্টা ব্যাপী সংঘর্ষে মধ্যস্থকারীসহ উভয় পক্ষের ৩০ ব্যক্তি আহত হয়। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গণ্যমান্যদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গুরুতর আহত মোহন মিয়া, রহিম উদ্দিন, মাহবুবুর রহমান, আরশ আলী, রিয়াজ উদ্দিন, সাজ্জাদুর রহমান, জয়নাল আবেদীন, মিশকাত আলী, শফিক আহমদ, আল আমিন, শিবলি বেগম, শামীম আহমদ, বদরুল আহমদ, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান দিলোয়ার হোসেন নজমুল, ইউপি সদস্য আলকাব আলী কে সিলেট ওসমানী মেডিকের কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। অন্যান্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। ফলে যে কোন কোন আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।