ছাতকের গোবিন্দগঞ্জে মাসব্যাপী পণ্য ও হস্তশিল্প মেলার উদ্বোধন

137

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের গোবিন্দগঞ্জে প্রথমবারের মতো পণ্য ও হস্তশিল্প মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ বাজার সংলগ্ন বালু মাঠে মাস ব্যাপী এ মেলার শুভ উদ্বোধন করা হয়। ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলহাজ¦ ওবায়দুর রউফ বাবলুর সভাপতিত্বে ও বুলবুল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আ’লীগের সহ-সভাপতি এডভোকেট রাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ’লীগের অন্যতম সদস্য, দিরাই উপজেলার রফিনগর ইউপি সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরি, ছাতক উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও ছৈলা আফজলাবাদ ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সহকারি এডভোকেট আবুল হোসেন, ছাতক উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু বক্কর রাজা, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল হোসেন খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা ও সহ ধর্ম বিষয়ক সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, সাংবাদিক বদর উদ্দিন আহমদ, ছৈলা অফজলাবাদ ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মুকিত বকুল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি হারুন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেকলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম নাঈম, ইউপি সদস্য লাল মিয়া, উপজেলা শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক বিরহাম আলী প্রমুখ। সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে মাসব্যাপী পণ্য ও হস্তশিল্প মেলার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। মাসব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য ও হস্তশিল্প ব্যবসায়িরা এসেছেন। মেলায় ঢাকা সুজ, রাসেল খেলাঘর, সোহেল কসমেটিক্স, মমিন উল্ল্যাহ কসমেটিক্স, দুলাল কসমেটিক্স, ফুরকান স্টোর, ছাদিয়া ক্রোকারিজ, ইসমাঈল টেক্সটাইল, রাব্বি শপিং, ঢাকা রাজধানী চটপটি হাউজ, জিহাদ থাই কালেক্টর, হোয়াটনেস, বরিশালের ড্রাইফুট ইত্যাদি ব্যবসা নিয়ে বসেছেন ব্যবসায়িরা। প্রথম দিনে মেলায় আশপাশ এলাকা থেকে শিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন জড়ো হয়। মৃত্যুকূপের আদলে মোটর সাইকেল প্রদর্শনী, নৌকার আদলে দুলনা ও নাগর দুলাসহ শিশুদের বিনোদনের জন্য তৈরি করা পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।