সৃষ্টি কর্তার

37

মিজানুর রহমান মিজান

যৌবন কালে প্রেম সাগর উথলে
যা আসে সম্মুখে তা ভেসে চলে।।
যুবক যুবতী এ যুগের
অনিয়ন্ত্রিত তার বিবেক নিজের
শাসন বারণ মানে না প্রবীণের
এ বেলার সভ্যতা অত্যাধুনিক চালে।।
মানুষ ক্ষেপে যায় বললে জানোয়ার
আনন্দে আত্মহারা হয় বললে টাইগার
দুর্বলতা নয় শক্তি সাহস দরকার
অথচ উভয়ই প্রাণী এ ধরণী তলে।।
দুর্বলরা যুগে যুগে পাত্র অবহেলার
পেশী শক্তি অর্থ বিভবের আগ্রহ সবার
নি:স্বতা-কে পিষ্ট করে অনেক প্রকার
সমাজের ভাবখানা ওরা শুধু সৃষ্টিকর্তার অনুকূলে।।