সুখী দেশের তালিকায় ১০ ধাপ পিছিয়ে বাংলাদেশ ১২৫তম

39

কাজিরবাজার ডেস্ক :
সুখী দেশের তালিকায় আগের বছরের তুলনায় এ বছর বাংলাদেশের ১০ ধাপ অবনতি হয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) প্রকাশিত ওই তালিকায় ১৫৬ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৫তম। গত বছর সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১১৫তম। এ বছর দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ সুখী দেশের তালিকায় নাম লিখিয়েছে ফিনল্যান্ড। সুখী দেশ হিসেবে বাছাদেশের চেয়ে পিছিয়ে আছে ভারত ও শ্রীলঙ্কা। খবর ওয়েবসাইটের।
২০১৩ সাল থেকে প্রতিবছর ২০ মার্চকে ‘বিশ্ব সুখ দিবস’ হিসেবে পালন করে আসছে জাতিসংঘ। দিবসটি উপলক্ষে বিশ্বের সুখী দেশের একটি তালিকা প্রকাশ করে থাকে জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন)। প্রতি বছরের মতো বুধবারও এমন একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এটি করা হয়েছে মাথাপিছু আয়, সামাজিক সহযোগিতা, গড় আয়ু, সামাজিক স্বাধীনতা, উদারতা এবং বিশ্বাস-এসব মানদন্ডের ভিত্তিতে। এ বছরের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২৫তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের আগে রয়েছে পাকিস্তান (৬৩), ভুটান (৯৫) এবং নেপালের (১০০) নাম। আর সুখী দেশের তালিকায় শ্রীলঙ্কা ও ভারতের অবস্থান বাংলাদেশের পরে। দেশ দুটির অবস্থান যথাক্রমে ১৩০তম ও ১৪০তম। তালিকায় শীর্ষ দশ সুখী দেশ হলো- ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড, কানাডা ও অস্ট্রেলিয়া। আর সবচেয়ে কম সুখী দেশ হিসেবে তালিকায় রয়েছে দক্ষিণ সুদান (১৫৬তম), সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (১৫৫তম), আফগানিস্তান (১৫৪তম), তাঞ্জানিয়া (১৫৩তম) ও রুয়ান্ডা (১৫২তম)।