এপার বাংলা, ওপার বাংলার ৫ দিনব্যাপী নৃত্য উৎসবের উদ্বোধন

30
এপার বাংলা, ওপার বাংলার যৌথ উদ্যোগে ৫ দিনব্যাপী নৃত্য উৎসব অনুষ্ঠানে নৃত্যছন্দে বিশ্ববীণা উৎসব স্মারকের মোড়ক উন্মোচন করছেন অতিথিবৃন্দ।

বিশ্ববীণা বেজে ওঠে আজ নৃত্যছন্দে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এপার বাংলা, ওপার বাংলার যৌথ উদ্যোগে রিকাবীবাজারস্থ নজরুল অডিটোরিয়ামে ৫ দিনব্যাপী নৃত্য উৎসবের উদ্বোধন করা হয়েছে। ২১ মার্চ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় এ অনুষ্ঠানের উদ্বোধন হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এমাদ উল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদ সদস্য এড. লুৎফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অব.) মোহাম্মদ আবদুস সালাম বীর প্রতীক, নৃত্যশিল্পী সংস্থা সিলেট বিভাগীয় সভাপতি অনিল কিষণ সিংহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এড. সুপ্রিয় চক্রবর্তী, বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী জামাল উদ্দিন হাসান বান্না, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম লিটন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, নৃত্যশৈলী সিলেটের পরিচালক নীলাঞ্জনা যুঁই।
এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় অপূর্ব শর্মার সম্পাদনায় ‘নৃত্যছন্দে বিশ্ববীণা’ উৎসব স্মারকের মোড়ক উন্মোচন করা হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট লিডিং ইউনিভার্সিটির উপাচার্য্য প্রফেসর ড. কামরুজ্জামান চৌধুরী, নৃত্যসারথী লায়লা হাসান, কত্থক নৃত্যগুরু সাজু আহমদ। এরপরে নৃত্য পরিবেশন করে নৃত্যশৈলী সিলেট ও কত্থক নৃত্য সম্প্রদায় ঢাকার শিল্পীবৃন্দ। বিজ্ঞপ্তি