জগন্নাথপুর পৌরসভার সরু রাস্তাঘাট প্রশস্ত করার দাবি

18

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর পৌর এলাকার গ্রামের ভেতরের বিভিন্ন রাস্তাঘাট সরু হওয়ায় নানা ভোগান্তির শিকার হচ্ছেন নাগরিকরা। জনস্বার্থে এসব সরু রাস্তাঘাট প্রশস্ত করার দাবি জানানো হয়েছে।
২০ মার্চ বুধবার সরজমিনে দেখা যায়, জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন গ্রামের রাস্তাঘাট সরু রয়েছে। এসব রাস্তায় একটি গাড়ি চলাচল করলে আরেকটি গাড়ি পাস হয় না। এতে যানজটে আটকা পড়ে অনাকাঙ্খিত ভোগান্তির শিকার হতে হয় নাগরিকদের। জগন্নাথপুর পৌর কর্তৃপক্ষ জানান, পৌরসভার প্রতিটি রাস্তা ৮ ফুট প্রশস্তের রয়েছে। এছাড়া রাস্তার দুই পাশে আরো ৩ ফুট করে অবশিষ্ট মাটির রাস্তা থাকে। তবে যুক্তরাজ্য প্রবাসী এনামুল হক সহ অনেক পৌর নাগরিকরা অভিযোগ করে বলেন, পৌরসভার অনেক রাস্তাঘাট ছোট হয়ে গেছে। রাস্তার পাশে থাকা অবশিষ্ট জায়গা অনেক মালিকগণ দখল করে নিয়েছেন। জনস্বার্থে বেদখল হওয়া জায়গা উদ্ধার করে রাস্তাগুলো বড় করতে তারা পৌর কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন। এ ব্যাপারে জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক বলেন, জনস্বার্থে বেদখল হওয়া জায়গা উদ্ধার করে রাস্তাঘাট আরো প্রশস্ত করা হবে।