গোয়াইনঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের স্ত্রী ও ছেলে নিহত

489
নিহত মা ও সন্তান এবং দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ী। ছবি- রেজা রুবেল

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সিলেটের পর্যটন কেন্দ্র গোয়াইনঘাটে ভ্রমণে এসে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সেনা পরিবারের দুই সদস্য নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন সেনা বাহিনীর সার্জেন্ট সুজা আহমেদের স্ত্রী ইলোরা পারভীন (৩৮) ও তার ছেলে সাজিদ আহমেদ (৬)। এতে সেনা সদস্য সুজা আহমেদ ও তাদের সাথে আসা জনৈক আবদুর রশিদের ছেলে মাহিন, সজিব, ও গাড়ি চালক জামিল আহমদ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের সতিগ্রামের মোড়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
গোয়াইনঘাট থানার ওসি আবদুল জলিল হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা সেনানীবাস থেকে গতকাল মঙ্গলবার সেনা সদস্য সুজা আহমেদ তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের নিয়ে বিছনাকান্দি বেড়াতে এসেছিলেন। সেখান থেকে দুপুরে জাফলং যাওয়ার পথে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের সতিগ্রামের মোড়ে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী ইলোরা পারভীন ও ছেলে সাজিদ আহমেদ নিহত হন।